সময়ের পরিবর্তন, প্রযুক্তির বিকাশ ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তি-সচেতন, দক্ষ ও মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যেই মাসকাটাদীঘি বহুমুখী (কারিঃ) উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ একটি হালনাগাদকৃত ওয়েবসাইট চালু করেছে।
এই ওয়েবসাইটের মাধ্যমে অভিভাবক, সুধীজন ও সংশ্লিষ্ট সকলেই বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম, ফলাফল, নোটিশ, পাঠ্যক্রম, সহশিক্ষামূলক কার্যাবলি ও প্রশাসনিক তথ্যসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে সহজেই অবগত হতে পারবেন। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আমাদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। প্রত্যেক শিক্ষার্থী যেন আলোকিত জীবনের পথে অগ্রসর হতে পারে—এই কামনায় আমি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছি।
সকলকে মাসকাটাদীঘি বহুমুখী (কারিঃ) উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ-এর ওয়েবসাইট ভিজিট করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
— অধ্যক্ষ